জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার ২৫ ডিসেম্বর সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সফরে আসবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার সকাল ১১:৩০ মিনিটে হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিতি হবেন এবং দুপুর ১২.০০ তেঁতুলিয়া উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণের সাথে উপজেলা পরিষদ হলরূম মতবিনিময় সভা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।
এসময় উপস্থিত থাকবেন,মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো: আবুল হাসান মহোদয় সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন এবং উপদেষ্টা মহোদয়কে স্বাগত জানাতে শ্রদ্ধেয় মোঃ সাবেত আলী,সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড় মহোদয় উপস্থিত থাকবেন।
উপদেষ্টার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, উপদেষ্টা দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।
উপজেলার বিভিন্ন স্থানে সংস্কার সহ হেলিকপ্টার অবতরণের জন্য তেঁতুলিয়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।