আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত দিয়েয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৩ জন বাংলাদেশী দম্পতি আটক করেছে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন।
বুধবার (১৯ মার্চ) রাত পৌনে ১০টায় পঞ্চগড় জেলার বোদা থানার মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৪/৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়ন।
এই সময় অভিযান পরিচালনা করে বাংলাদেশী হিন্দু সম্প্রাদায়ের এক দম্পতি ও তাদের এক শিশু সন্তানকে আটক করা হয়।আটককৃতরা হলেন- বোদা থানার নন্দপাড়া এলাকার জগদ্বীস চন্দ্র রায়ের ছেলে পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৩) ও তাদের মেয়ে বৈষ্ণবী রানী (৩)।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনুমানিক ২ মাস ১৫ দিন পূর্বে কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে শিলিগুড়িতে গমন করেন। গতকাল (১৯ মার্চ) ভারত হতে বাংলাদেশে ফেরত আসার জন্য ভারতীয় দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশী দালাল চক্রের সাথে ২০ হাজার টাকা চুক্তি করেন।
উল্লেখ্য, পলাতক ০২ জন বাংলাদেশী দালাল চক্রের সদস্যকে বিজিবি কর্তৃক আটকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিমসহ ব্যক্তিগত ২টি মোবাইল ফোন, দুই হাজার তিনশত ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ২৭৮ টাকা পঞ্চগড় জেলার বোদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে শিশুটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানার মাধ্যমে আত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।