জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় বাংলাবান্ধা সীমান্তে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ফুলবাড়ি সীমান্তে সীমান্ত পিলার ৭৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকায় এই রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়। অতিথিদের আগমনের পর ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফের সদস্যদের অংশগ্রহণে চমকপ্রদ ও মনোমুগ্ধকর রিট্রিট সিরিমনি প্রদর্শন করা হয়। এসময় দুই দেশের সীমান্তের গ্যালারীতে বসে রিট্রিট সিরিমনি উপভোগ করেন পর্যটকেরা।
পরে বিজিবি বিএসএফের উর্ধ্বতন কর্মকতা পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মা।
এসময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। পরে বিজিবি ও বিএসএফের সদস্যদের মাঝে ফল, মিষ্টি, সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট আদান প্রদান করা হয়। পরে ফটোসেশানে অংশ নেন বিজিবি ও বিএসএফের কর্মকর্তা সহ সদস্যরা।