জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন পঞ্চগড় নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলী।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফজরে রাব্বির সভাপতিত্বে মঙ্গলবার (১২নভেম্বর) উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন,তেতুলিয়া মডেল থানার অফিসার (ওসি) এনায়েত আলী,তেতুলিয়া টুরিস্ট পুলিশ,তেতুলিয়া হায়ওয়ে থানা পুলিশ,তেতুলিয়া ফায়ার সার্ভিস,তেতুলিয়া বিজির কম্পানি কমান্ডার, উপজেলা জামাতে আমির আব্দুল হাকিম, উপজেলা যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া,উপজেলা জামাতের সাধারণ সম্পাদক হকি,পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের আহবায়ক সরকার হায়দার,তেতুলিয়া প্রেস ক্লাবের আহবায়ক জাবেদুল ইসলাম জাবেদ,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক,মাদ্রাসার শিক্ষক,উপজেলা রাজনৈতিক বৃন্দ,উপজেলা চাউল মিল কমিটির সাধারণ সম্পাদক সাইদুল রহমান মিয়া, তেতুলিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতি সভাপতি আজাহারুল ইসলাম,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা তেতুলিয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক মো সাবেত আলী মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।