জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: সারাদেশে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে তেঁতুলিয়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।রবিবার (১৬মার্চ) দুপুরে ঐতিহাসিক তেতুল তোলায় উপজেলা নাগরিক প্লাটফর্মের ব্যানারে উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আব্দুর রহমান বাবুর সভাপতিত্বে যুব ফোরামের আয়োজনে তেঁতুলিয়া তেতুল তোলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ,ফিল্ড অফিসার খুরশিদা জাহান,জুলহাস উদ্দীন।
কর্মসূচিতে উপজেলা নাগরিক ফোরামের সদস্যরা ছাড়াও যুব ফোরাম সদস্য, শিক্ষার্থী ও গণ্যামান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সংহিসংতা রোধে অন্তর্বতী সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন।