ফেসবুক থেকে সংগৃহীত, Parveen Lutfannahar: যখন অধিক মুনাফার লোভে মানুষ কে জিম্মি করে রমজান ও ঈদের সময় সোয়াবিন তেল গায়েব করে মানুষের অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে।যে দেশে দুর্নীতি অনাচার লোভ লালসায় ভরে গেছে। সেই দেশে বাবুর মতো ছেলে ও আছে। এটাই আশার কথা। আল্লাহ বাবুকে উত্তম প্রতিদান দান করুন। এমন সৎ আদর্শবান সন্তান ঘরে ঘরে জন্ম নিক।
নাটোরের ট্রাক চালক ২৬ বছর বয়সি ইনোসেন্ট চেহারার বাবু, হাইওয়েতে পঁচিশ লাখ টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে সেই টাকা মালিককে ফেরত দিয়েছেন। স্পিডব্রেকার পার হওয়ার সময় ঝাঁকি খেয়ে টাকার ব্যাগটা মটরসাইকেল থেকে পড়ে গিয়েছিল। হেলপার দিয়ে ব্যাগটা তিনি উঠিয়ে আনেন এবং টাকা দেখে প্রথমে ট্রাক মালিককে জানান। এরপর থানায় জানান। পুলিশের সহযোগিতায় টাকার মালিককে খুঁজে বের করা হয়। টাকা ফেরত দেওয়ার সময় বাবুর গর্বিত পিতা উপস্থিত ছিলেন।
টাকার মালিক গাজীপুর কাপাসিয়ার লিটন মিয়া টাকা ফেরত পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছেন। বলেছেন, এই টাকা না পেলে তাঁর ব্যবসা একদম বন্ধ হয়ে যেত। তিনি বাবুকে ৩০ হাজার টাকা খুশি হয়ে দিতে চেয়েছিলেন। বাবু ওই ৩০ হাজার টাকাও নেননি। সাক্ষাৎকারে বলেছেন, ২৫ লাখ টাকা ফেরত দিলাম, ৩০ হাজার টাকা কেন নেব? এক বছর আগে বিয়ে করেছেন বাবু। সংসারে তাঁর মা-বাবা আছেন। দিনে ৬০০ টাকা বেতনে ট্রাক চালান তিনি। বাবুর নতুন সংসার সুন্দর হোক। তাঁর মা-বাবার প্রতিও আমাদের ভালোবাসা।