নাগরিক ভাবনা:আবু মহী উদ্দীনঃ ক’দিন আগে বঙ্গবন্ধু সড়কের উত্তর পাশ দিয়ে বেশ বড়ো ড্রেন হলো। এমনিতে বঙ্গবন্ধু সড়ক প্রয়োজনের চেয়ে বেশী উঁচু, এর পর ড্রেন বানানো হয়েছে আরো উঁচু করে। এমনিতে রাস্তার উত্তর পাশে ঘোষপাড়া, সরকারপাড়া, ব্যক্তি মালিকানার বাড়ীঘর যাই হোক, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পিটিআই, সেনিটারী কার্যালয়, কৃত্রিম প্রজনন কেন্দ্র, আনসার ক্যাম্প, সড়ক ভবন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেসকো, গণপূর্ত, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন কার্যালয়, হাসপাতাল, সরকারি কর্মকর্তা কোয়াটার এসব এক লাইনে এবং এসব এলাকা রাস্তা এবং ড্রেন থেকে অনেক নিচুতে।

পানি যাওয়ার জন্য যতগুলো কালভার্ট এই রাস্তায় ছিল তার সবগুলো বন্ধ করা হয়েছে অনেক আগেই সরকারিভাবেই। উদাহরণ, ট্রাফিক অফিস আর ডিডি এগ্রিকালচার অফিসের এখানেতো কোন বেসরকারি স্থাপনা বা ব্যক্তিমালিকানাধীন ঘরবাড়ি নেই। তবে পানি যে এই ড্রেনে নামবেনা সেটা প্রায় গ্যারান্টি দিয়ে বলা যায়। প্রয়োজনীয় বৃষ্টি হলে এই সব এলাকা ঠাকুরগাঁওয়ের ভবদহ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অলরেডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ তা হয়েছে। আবার সেনিটারী অফিস থেকে আমতলা পর্যন্ত ওয়াকওয়ে করে ড্রেনের উপরিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে , এই এলাকার ড্রেন কখনো পরিস্কার করা যাবেনা।

আর একটা বিষয় আমরা বুঝিনি তা হলো ক’দিন আগে এই বৃহৎ ড্রেন গুলো বানানো হলো তার পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং সড়ক ভবনের মূল গেট বানানো হলো। সড়ক ভবনের গেটে হয়তো অল্প স্বল্প ড্রেন ভাংচুর করে মেলানো যাবে কিন্তু আমাদের মনে হচ্ছে সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেট চালু করলে অনেক কিছুই ভাংচুর করতে হবে। এর মধ্যে গোদের উপর বিষফোড়া বিদ্যুতের একটা পোল। আর ক’দিন পরে যখন বিশাল বিশাল ট্রাকে করে বিনামূল্যের সরকারী বই পুস্তক আসবে তখন এই কাজটা করতে হবে। হয় ড্রেন ভাঙ্গতে হবে না হলে গেট ভেঙ্গে উঁচু করতে হবে। এ ছাড়া এই গেট ব্যবহার করা যাবেনা। প্রশ্ন হলো সমন্বয়হীনতার জবাব কে নেবে আর কে কাকে দিবে?

গেটটা আগের জায়গায় করলে সব রক্ষা হতো অথবা ড্রেন করার সময় ওদেরকে বলতে হতো, নুতন গেট কোথায় হবে, বললে এই সমস্যার স্থায়ী সমাধান হতো। যদি এরকম হয় যে নুতন কাজের নুতন বাজেট, বাজেট মানে সবাই বোঝে। সড়ক ভবনের গেটটার জন্যও একই কথা। আবার এদিকে স্কুলের প্রাচীরটা যা হচ্ছে, তাতে বাইরে থেকে প্রথম বারের মতো কেউ আসলে ভাবতেই পারে একেবারে শহরের মধ্যে জেলখানা? কিছুক্ষণ পর তার ধারণা পাল্টে মনে হতে পারে এটা নিশ্চয় বালিকা উচ্চ বিদ্যালয় অথবা মহিলা মাদরাসা। মেইন গেট না দেখা পর্যন্ত এই ধারণা হওয়া স্বাভাবিক।

স্কুলে ক্লাশ না হলে কিছু দেখা যাবেনা। স্কুলের সাথে প্রধান শিক্ষকের বাসা থকেলেও গত ৩০ বছরে এখানে কোন হেডমাষ্টার থাকেনি, ফলে স্কুল ছুটির পর বা ছুটির দিয়ে অভিভাবকহীন অবস্থায় থাকে। আর বাসাটা নষ্টতো হয়েছে এবং এই স্কুলের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের বিচরন নিয়ে দারুন অভিযোগ আছে। তাদের আর দেখা যাবেনা। এই বেঢপ প্রাচীরটা নিয়ে স্কুল এবং ঠাকুরগাঁও বাসীর রুচির উপর আঘাত আসতে বাধ্য। সরকারের শিক্ষা প্রকৌশলে এতো রুচিহীন প্রকৌশলী বা ডিজাইনারদের নিয়োগ করা হয়েছে যাতে আমরা অবাক না হয়ে পারছিনা। এরা কি আবার আবেদ আলীর পিএসসির প্রোডাক্ট কিনা, সে প্রশ্নও জোরদার হয়েছে। স্কুলের শিক্ষক বা ম্যানেজিং কমিটির দ্বারা চলে বলে মনে করার কোন কারন নাই। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডিসি সাহেব।

ডিসি সাহেবের এনিয়ে কোন মাথাব্যথা আছে বলে সহজে প্রমান করা যাবেনা। তিনি নজর দিতে পারলে এই ঘটনাটা হয়তো না। অথবা তিনি হয়তো জানেনইনা যে স্কুলের গেট বা প্রাচীর হচ্ছে। ঐতিহ্যবাহী এই স্কুলটির একটি আধুনিক প্রাচীর থাকবে যার মাধ্যমে শহরবাসীর রুচির বহি:প্রকাশ ঘটবে। আর শহরের নের্তৃস্থানীয়দের কোন হেলদোল নাই। শুধু কি তাই, দক্ষিন পাশে রাস্তার ড্রেনের উচ্চতা মাঠের জন্য চমৎকার প্রাচীর এবং ওয়াকওয়েটার সৌন্দর্যই নষ্ট হয়েছে। আবার দক্ষিন পাশে গাছগুলোও লাগানোর কোন ছিড়ি নাই। এটা হলো শহরের এপ্রোচ রোড।

এই রাস্তার ডেকোরেশনের মাধ্যমে শহর পরিচালকদের রুচির বহি:প্রকাশ ঘটবে। এখানে গাছ লাগানোর সাধারন নীতিমালা মানলেসব কুল রক্ষা পেতো। উত্তর লাইন দিয়ে ছোট যে সেব গাছ ছোট হবে এবং ঝাকড়া ফুল হবে সেসব, মাঝখানে তারচেয়ে যে সেব গাছ মাঝারী আকারের হবে, আর শেষে যে সব গাছ বড় হবে সে সব লাগাতো হতো। সমস্যা হলো এটা যারা করেছে , তাদের মেধার কাছে আর কারো মেধার মুল্য বা স্বীকৃতি কোনটাই নাই।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

নাট্য সমিতির সপ্তাহব্যাপী আয়োজনের ৫র্ম দিনে মঞ্চায়িত হলো সংগীতানুষ্ঠান ফরিদপুরে চোরাই গরুসহ দুই চোর আটক সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ  পঞ্চগড় দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহের কবলে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশনারে সাথে মতবিনিময় সভা নবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডোমারে ইপিল গাছ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে পঞ্চগড়ে আদালতে জনবল তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত নদীতে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার শেরপুরে  বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%,কমেছে ভারত থেকে আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, প্রশাসন নীরব তেঁতুলিয়ায় শীতবস্ত্র উপহার দিলেন আল খায়ের ফাউন্ডেশনের মালয়েশিয়ায় বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা মহানগর পুলিশের ডিবির জ্যাকেট-আইডি কার্ড না দেখিয়ে আসামি ধরছে না বাংলাদেশে ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? পঞ্চগড় তেঁতুলিয়ায় ৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দেওয়া হবে-হামিদুর রহমান আযাদ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২ ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক কবিতঃ চির স্বরণীয় কবি নজরুল-লেখক সৈয়দ হারুনুর রশীদ ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে দুলাভাই খুন। পাকিস্তান থেকে আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে বিএনপি একা বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে ছাড়া পেলেন বাংলাদেশি কিশোর
Translate Here »