সৈয়দ হারুনুর রশীদ,নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ইসলামিক এইডের উদ্যোগে’ রমজান ফুড প্রোগ্রাম ২০২৫’-এর আওতায় ৮০ টি অসহায় ও দুস্থ মুসলিম পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে।বুধবার ১৯ মার্চ বিকেলে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনোদ নগর ইউনিয়ন আমীর
অধ্যাপক আজিজুল ইসলাম,উপজেলা যুব সেক্রেটারি সেলিম রেজা,বিনোদ নগর ইউনিয়ন যুব সভাপতি আরিফুল ইসলাম,
ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি নাজিম উদ্দীন, যুব জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান কাবিল
এবং শালখুরিয়া ইউনিয়ন সভাপতি, রেজাউল ইসলাম, অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামিক এইডের এ উদ্যোগ সমাজের দরিদ্র,অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর একটি প্রশংসনীয় উদ্যোগ।
তারা আরো বলেন, রমজান মাস সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ধরনের খাদ্য সহায়তা সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।