এনামুল হক,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে ও ভারতে মুসলমানদের “ওয়াক্ ফ ” সম্পদে বিতর্কিত বিল পাশের প্রতিবাদে সাপাহার উপজেলা ইত্তেহাদু ওলামা পরিষদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার বিকেল ৫ টার দিকে সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের আয়োজনে উপজেলা জিরো পয়েন্টে সর্বস্তরের জনসাধারণ ও শত শত মুসল্লীর অংশগ্রহনে ফিলিস্তিনের গাজার বর্বর ইসরাইলী হামলা ধ্বংসস্তূপ ও ভারতে মুসলমানদের “ওয়াক্ ফ ” সম্পদে বিতর্কিত বিল পাশের প্রতিবাদে সারা বিশ্বের কর্মসূচি অনুযায়ী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য মিছিল জিরো পয়েন্ট থেকে শুরু করে উপজেলা সদরের বিশষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে পুনরায় জিরো পয়েন্টে মিলিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ সভায় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি সাপাহার জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব মাও. ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাও: আলামিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এ সময় আরো উপস্হিত ছিলেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফারুক আহম্মেদ, কওমী মাদ্রাসা মসজিদের ইমাম মাও: মোকসেদুল হক, টিএন্ডটিপাড়া মসজিদের ইমাম মাও: জিয়াউল হক, মাও শামসুল আলম, হাফেজ মহিব্বুল্লাহসহ উপজেলার সর্বস্তরের মুসল্লীবৃন্দ ।