মিরু হাসান স্টাফ রিপোর্টার: নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে পৃথক ঘটনাস্থল থেকে ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২২ মার্চ) দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মামুদপুর বাজার এলাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার পত্নীতলা উপজেলার মামুদপুর এলাকার ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে মাতাব্বর হোসেন, ভিকারী চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী, শম্ভুপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম, হবিগঞ্জ জেলার গুমুটিয়া এলাকার অজিত দেবের ছেলে অপু দেব, মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকার অজিত পালের ছেলে রিপন পাল, ব্রাহ্মনবাড়ীয়া জেলার কাজীপাড়া এলাকার লিটন পালের ছেলে আনন্দ পাল।