মিরু হাসান,স্টাফ রিপোর্টার: নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নুর বানু(৬০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশাহাট বাজার সংলগ্ন মাকলাহাট ব্রিজ এলাকায় পোরশা-মহাদেবপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুর বানু উপজেলা সদরের আমদা গ্রামের জিল্লুর রহমানে স্ত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল ৯টায় পোরশা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে যায় রোশনী পরিবহনের একটি বাস। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পোরশা উপজেলার শিশাহাট বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের সারিতে থাকা এক নারী (৬০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের অন্তত ১০ জন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত যাত্রীদের বরাত দিয়ে ওসি শাহীন রেজা বলেন, ভোর থেকেই প্রচন্ড ঘন কুয়াশা। যানবাহনের লাইট জ্বালিয়েও কয়েক মিটার দূরেই কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে বাসটি শিশাহাট বাজার পার হয়ে মাকলাহাট ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী নিহত হন। আহত ১০ যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।