জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১২ এপ্রিল-২০২৫ শনিবার বেলা সাড়ে বারোটায় মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা)ও প্রকল্প পরিচালক ডাঃ মোহাম্মদ মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি বেসরকারি মেডিকেল কলেজ) ডাঃ সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান , দিনাজপুর মেডিকেল কলেজের উপাধাক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। উক্ত মত বিনিময় সভায় দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ ও ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
এর আগে দিনাজপুর মেডিকেল কলেজ এসে পৌঁছালে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ এবং প্রধান অতিথি ও ঢাকা থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে তিনটি গাছের চারা রোপন করেন। উক্ত মত বিনিময় সভাটি পরিচালনা করেন দিনাজপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম।
উক্ত মত বিনিময় সভার শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী। অপরদিকে প্রধান অতিথি মেডিকেল কলেজে পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজ হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প স্থানসমূহ পরিদর্শন করেন।