জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১২ এপ্রিল-২০২৫ শনিবার বেলা সাড়ে বারোটায় মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা)ও প্রকল্প পরিচালক ডাঃ মোহাম্মদ মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি বেসরকারি মেডিকেল কলেজ) ডাঃ সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান , দিনাজপুর মেডিকেল কলেজের উপাধাক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। উক্ত মত বিনিময় সভায় দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ ও ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

এর আগে দিনাজপুর মেডিকেল কলেজ এসে পৌঁছালে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ এবং প্রধান অতিথি ও ঢাকা থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে তিনটি গাছের চারা রোপন করেন। উক্ত মত বিনিময় সভাটি পরিচালনা করেন দিনাজপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

উক্ত মত বিনিময় সভার শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী। অপরদিকে প্রধান অতিথি মেডিকেল কলেজে পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজ হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প স্থানসমূহ পরিদর্শন করেন।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার দিনাজপুর অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক-১ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর মত বিনিময় জামালপুরের মেলান্দহে মেলা শুরুর আগেই প্রকাশ্যে চলছে মাদকসেবন ও বিক্রি তাহিরপুর বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের অবামূল্যায়ন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন আগুনে পুড়ল চারুকলায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ গাজায় বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন সাভারে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুট হওয়া তিন ট্রলার উদ্ধার বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা মোটরবাইক ঘটছে দুর্ঘটনা মোমবাতির আলো জ্বালিয়ে চিলাহাটিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মোমবাতির স্বল্প আলোয় এসএসসি পরীক্ষা শুরু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ যাদুকাটায় শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার খানসামায় নববর্ষ বরণের প্রস্তুতিমূলক সভা বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত  আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ রংপুরে সরকারী পতিত জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পার্বতীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত বৃহস্পতিবার এসএসসি/দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, পঞ্চগড়ে মোট পরীক্ষার্থী ১৫৭৬১ জন খনসামায় যুবকদের মাঝে খেলার উপকরণ সামগ্রী বিতরণ খানসামায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তি করণ সভা ইসরায়েলি পণ্যের তালিকা,পণ্য বর্জন করুন রাফাহ – যে শহরের আর কেউ নেই নওগাঁর সাপাহারে গাজাবাসীর সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত
Translate Here »