জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি: ৪ এপ্রিল ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা, নবাবগঞ্জ থানা, আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র, ফুলবাড়ী থানা, আমবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র এবং কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা শুনেন ও থানা থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে কি না সে বিষয়ে জানতে চায়? এবং উপস্থিত সকল সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন ও আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেন। থানায় সকল অফিসার-ফোর্সদের কে থানায় সেবা গ্রহীতার সমস্যার সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় থানা ও তদন্তকেন্দ্রে কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ও তাদের সমস্যা ও অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।