জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক ডিগ্রীর সমমান করার দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
রবিবার (২৭ এপ্রির ২০২৫) তারিখে বেলা সাড়ে ১১টা হতে বেলা দেড়টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইন নার্সেস ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সভাপতি রোকনুজ্জমান রনি, সহ-সভাপতি সাকিব রায়হান, সাধারণ সম্পাদক লিখন রায় প্রমূখ।
কর্মসূচি থেকে নার্সিং মিডওয়াইফারি ডিপ্লোমাকে ডিগ্রীর সমমান দেওয়ার দাবি জানান তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে দিনাজপুরের সকল নার্সিং ইনস্টিটিউটের শিহ্মার্থীরা অংশগ্রহণ করেন।