হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ১৬ মার্চ ২৫ খ্রীঃ আনুমানিক ৩ টা ৩০ মিনিটে রাহবার হিমাগার প্রাঃ লিঃ ইউনিট-৩ বকুলতলা, বোচাগঞ্জ, দিনাজপুর এর গেট ম্যানকে মারধর করে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে মেইন গেটের বড় তালা ভাঙ্গে এবং বাইরে অবস্থানরত সকল আলুর গাড়ি জোরপূর্বক ভিতরে অনুপ্রবেশ করায় কিছু এলাকার পরিচিত সন্ত্রসী যা হিমাগারের আলু সংরক্ষণ ধারন ক্ষমতার বাইরে। অভিযোগে জানাজায় ঐ সন্ত্রসী কিছু কৃষকের কাছে টাকা নেয় হিমাগারে আলু সংরক্ষণ করে দেওয়ার নাম করে অত্র এলাকার কিছু কৃষক মুক্ত কলমকে জানান তাঁরা নিজে থেকে টাকার বিনিময় এমন ঘটনার জন্ম দেয় এতে অত্র প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন হয় বলে মালিক পক্ষ জানান।

রাহবার হিমাগারের পরিচালক গনী মোঃ সুলতান হাসান ইমরোজ মুক্ত কলম প্রতিনিধিকে জানান এবার আশার চেয়েও অধিক পরিমানে আলু চাষ হওয়ায় আমি সিদ্ধান্ত নেই অগ্রিম টোকেন না নেওয়ার যাতে প্রান্তিক আলু চাষিসহ সকলে অগ্রাধীকার ভিত্তিতে তাঁদের কষ্টে অর্জিত আলু আমার হিমাগারে রাখার সুযোগ পায় অনেক দিন ধরে অত্র এলাকায় সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি।

এমন বিশৃঙ্খলা পরিস্থিতিতে বর্ণিত সন্ত্রসীরাসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জন আমার অফিসের সামনে এসে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে অফিসের থাই জানালার গ্লাস ভাঙ্গে প্রায় ২,০০,০০০ টাকা মূল্যের ক্ষতি সাধন করে। অফিসের স্টাফরা বাধা দিলে সন্ত্রসীরা তাঁদের মারধর করে এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। তাঁরা লাঠিসোটা ইট পাটকেল ও দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে অফিসের হামলা চালাইয়ে থাইগ্লাস, চেয়ার,টেবিল, প্রধান ফটকসহ ব্যপক ভাঙচুর করে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ বোচাগঞ্জ, দিনাজপুর বিষয় অভিযোগে ঘটনাস্থলে আসলে তাৎক্ষনিক সন্ত্রসীরা পালিয়ে যায়।
রাহবার হিমাগারের পক্ষে ম্যানেজার শাহজাহান সিরাজ থানায় হাজির হয়ে সন্ত্রসীদের নামে অভিযোগ পত্র দায়ের করে অভিযুক্তরা হলোঃ – ১। গোলাম রব্বানী (৪২), পিতা- আব্দুল মালেক, গ্রাম- রামপুর, ২। লুৎফর রহমান (৪৬), পিতা- মৃত আব্দুল রাজ্জাক, সাং- ভরলা, ৩। আতিকুর রহমান (৩৩), পিতা- আসরাফুল ইসলাম, ৪। রেজু (৩৫), পিতা- আসরাফুল ইসলাম, ৫। আব্দুল মালেক (৬৫), পিতা- মৃত তছির উদ্দীন, সাং- রামপুর, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুরসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পত্র অফিসার ইনর্চাজের বরাবর দরকাস্ত জমাদেন গত ১৬/০৩/২০২৫ ইং এমতাবস্থায় সন্ত্রসীরা সেখানেই অবস্থান করে এবং হিমাগার নিয়ন্ত্রনে নেয় যার কারণে গত ১৬/০৩/২০২৫ ইং তারিখে বোচাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।

উক্ত হিমাগারে প্রায় ১৫,০০০ কৃষকের প্রায় ২০ কোটি টাকা মূল্যের আলুর বস্তা মজুত রয়েছে। হিমাগারের আলুগুলো ভলো রাখার স্বার্থ্যে হিমাগার কুলিং মেসিন ও মেশিনারি চালানো প্রয়োজন। এমতাবস্থায় হিমাগারের কর্মীদের সেখানে অবস্থান না করতে দেওয়ায় এবং হিমাগার কুলিং মেসিন ও মেশিনারি না চালালে হিমাগারে থাকা ২০ কোটি টাকা মূল্যের আলু পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক। তিনি বলেন আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এই মর্মে সন্ত্রসীদের আইনের আওতায় এনে হিমাগারের নিয়ন্ত্রন হিমাগারের মালিক ও স্টাফদের নিরাপত্তা আনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

মোঃ মারুফ হাসান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুক্ত কলমকে জানান বিষয়টি আমার জানা ছিলোনা তিনি ঘটে যাওয়া ঘটনা জানার সাথে সাথে বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জকে মুঠো ফোনে কল দিয়ে বিস্তারিত শুনেন এবং হিমাগার কতৃপক্ষকে জানান আমি বিষয়টি দেখছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বলেন আমার জানামতে প্রতিষ্ঠানটি সুনামের সাথে তাঁদের ব্যবসা পরিচালনা করে আসছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরও জানান আমার থানায় এই ধরণের সন্ত্রসী কার্যকলাপের স্থান নেই। এবং তিনি বলেন যেকোন সমস্যায় আপনারা সরাসরি আমাকে অবহিত করবেন। এই সংবাদটি লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাজায়।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

দেশীয় মাছের নিরাপদ আশ্রয়স্থলে পুকুর খনন,দেশীয় মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত  লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা আটক ৮ ঠাকুরগাঁওয়ে অপরাধ নিয়ন্ত্রনে সেনাবাহিনীর চিরুনী তল্লাশি কক্সবাজারে ঈদ যাত্রায় মহাসড়কে চরম ভোগান্তি, দূভোগে মানুষ কবিতা: ঈদ মোবারক ঈদ-লুনা জাহান চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্যঃ মির্জা ফখরুল ৫ম ফিলিপসিয়ান ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ তেঁতুলিয়া কালান্দিগঞ্জে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত দিনাজপুরে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত পঞ্চগড়ে ভাড়া বেশি নেওয়ায় বাস কাউন্টারে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা ঈদ মোবারাক দিনাজপুরে আজ রবিবার আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ডে ঈদ বস্ত্র বিতরণ বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র যা বলছে দিনাজপুরে ভয়াবহ ছুরিকাঘাত ও মারপিটের ঘটনায় ৫ আসামি গ্রেফতার সম্পাদকীয়ঃ ভূ-রাজনীতি ও ভারত-যুক্তরাষ্ট্র – উপদেষ্টার চীন সফরের প্রেক্ষাপট পীরগঞ্জে বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে রাজধানীর বায়তুল মোকাররমে আতর-তসবিহ কেনার ধুম ময়মনসিংহে একটি গ্রাম বিক্রি করে দিলেন এক ব্যক্তি দিনাজপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের মৃত্যু আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি পার্বতীপুরে মডেল থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদযাত্রায় রংপুর হাইওয়ে পুলিশের প্রস্তুতি নিরাপদ যানজট মুক্ত ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর থাইল্যান্ডে ভূমিকম্পে ব্যাংককে ৩০ তলা ভবন ধসে আটকা ৪৩ জন, জরুরি অবস্থা জারি ঠাকুরগাঁও জেলা কৃষকলীগ সভাপতি পবারুল মাস্টার আটক ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চিলাহাটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণে বান কি মুনের সমর্থন চেয়েছেন ড. ইউনূসের সাক্ষাতকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শ্রমিকদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে সরকার কাজ করছে
Translate Here »