ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া লিচু চাষের উপযোগী হওয়ায় লিচু দীর্ঘদিন ধরে কৃষকদের নিকট অর্থকরী ফসল হিসেবে সমাদৃত হয়ে আসছে। লিচুর চাষ ও ব্যবসা করে কৃষক ও ফল ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। ফলে দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় লিচু চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ছোট বড় বাগান হিসেবে ৯৮ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এছাড়াও অনেকেই বাড়িতে আঙিনায় ও বাড়ির পাশের জায়গায় ২/১ টি লিচু গাছ রয়েছে। চলতি মৌসুমে গাছে মুকুল কম হলেও যতটুকু মুকুল এসেছে তাতে গুটি ভালো হয়েছে। এখন পর্যন্ত কোন প্রকার দুর্যোগপূর্ণ পরিবেশে পড়তে হয়নি । সম্প্রীতি যে বৃষ্টি হয়েছে তা লিচু চাষীদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে । তাই লিচু চাষীরাও স্বপ্ন দেখেছেন যতটুকু গুটি এসেছে তা ভালোভাবেই উৎপাদিত হবে। বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা বাগান কিনার জন্য বাগান মালিকদের সাথে যোগাযোগ শুরু করছেন।
এই অঞ্চলে বোম্বাই, চায়না থ্রি , বেদনা ও মাদ্রাজি জাতির লিচু বেশি চাষ হয়েছে। কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি-৩ জাতের লিচু দেশের সব অঞ্চলে আবহাওয়া উপযোগী। এই লিচুর বীজ ছোট ও ফল পুরো ও মিষ্টি হওয়ায় বেশি জনপ্রিয় । লিচুর পুষ্টি মান প্রচুর। শরীরে বল বৃদ্ধি, জ্বালা ও পিপাসা নিবারণে সহযোগিতা করে। প্রতি ২শ গ্রামে খাদ্য শক্তি থাকে ৬১ কিলো ক্যালরি। এতে আছে ভিটামিন সি ও বি।