জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় তেঁতুলিয়া বোয়ালমারী জাকজমকপুর্ন আয়োজনে যুব সমাজের উদ্যোগে নাইট সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনার খেলা অনুষ্ঠিত।রবিবার (২২ডিসেম্বর) সন্ধায় বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩২টিমের মধ্যে ফাইনাল খেলাই অংশ নেন একতা এক্সপ্রেস বনাম জে.সি.ডি একাদশ বিজয়ী দুটি দলকে পুরুস্কৃত করা হবে।
ফাইনাল খেলাই ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান এর সভপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রন্জু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেম্বার অব কমার্সের নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবুবক্কর সিদ্দীক,উপজেলা বিএনপি ৩নং সদর ইউপি আহবায়ক এরশাদুল হক,উপজেলা বিএনপি ৩নং সদর ইউপি আহবায়ক মো মিঠু সহ নেতা কর্মীবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে জে.সি.ডি একাদশ বিজয়ী হলে,পরে চ্যাম্পিয়ন দলকে ২টি ছাগল এবং একতা এক্সপ্রেস রানার্স আপ দলকে ১টি ছাগল পুরস্কার প্রদান করা হবে। অতিথি বৃন্দের হাতে সন্মাননা তুলে দেওয়া হয়।
খেলাই পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন উজ্জল হোসেন, শাহদত হোসেন বিপ্লব,শাহেদ হোসেন স্বাধীন ,রাজিন আহম্মেদ রনি আইয়ুব,সোহের রানা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। খেলা চলাকালীন মাঠের চারিদিকে প্রচুর দর্শক সমাগম হয়।