জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: ঈদমানে খুশি ঈদ মানে আনন্দ প্রতিবারের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ৪নং ইউপি কালান্দিগঞ্জ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১মার্চ)সকাল ১০টায় ২১গ্রামে মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। এসময় মুসল্লিদের উদেশ্য সংক্ষিপ্ত আলোচনা রাখেন সভাপতি তোজাম্মেল হক বাবুল,সাধারণ মতিকুল ইসলাম তালুকদার,সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম মাষ্টার।
কালান্দিগঞ্জ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে ইমামতি করেন দিনাজপুর হতে আগত মাওঃ মোহাম্মদ এরশাদুল হক।পরে,ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় ঈদুল ফিতরের ফজিলত যৌক্তিকতা তুলে ধরে সবাইকে রমজানের শিক্ষা নিয়ে সঠিক ভাবে জীবন পরিচালনার আহবান জানানো হয়।
খুৎবা শেষে দেশের শান্তি সম্প্রীতি ও ফিলিস্তিনের উপর হামলার বর্বরতার মু্ক্তি চেয়ে বিষেশ মোনাজাত করেন।এবং পবিত্র কুরআনের আয়াতের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,নওশাদ আলী আব্দুল্লাহ আল মামুন,জয়নাল আবেদীন, জাকিরুল ইসলাম,শাহরীয়া নাছির, সোবহান মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।