সোহরার আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবড়ী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান দুস্কৃতিকারীদের হামলায় মারধরের হয়ে তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়,শুক্রবার(২৫এপ্রিল) দুপুরে চৌধুরীপাড়া জামে মসজিদের জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের রবিউল ইসলাম (২৮) মশিউর রহমান (৩০) ও রবিউল এর স্ত্রী আকতারা বেগম (২৫) পূর্ব পরিকল্পিত ভাবে তাকে দেশিয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে রাস্তায় অতর্কিত ভাবে হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের বুকে ও শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়।
এ ঘটনায় মসজিদের মুসল্লিরা অবস্থা বেগতিক দেখে মোবাইল ফোনের মাধ্যেমে তেঁতুলিয়া মডেল থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্তরে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করায়।
মজিবর রহমান জানান,আমার জমির পাশে জমি নিয়ে আদালতে মামলা হওয়ায় বাদী পক্ষ আমাকে সাক্ষী করে সেই জেরে আমার উপর হামলা চালায় রবিউল গংরা। আমি একজন বীরমুক্তিযোদ্ধা ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি।এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুক বিচারের দাবি করছি।