সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি; উপজেলার তিরনইহাট বাজারে গতরাতে মোঃ সারোয়ার এর ঔষুধের দোকান থেকে নগদ তিন লক্ষ আশি হাজার টাকা ও পাশের শুকুর আলীর ফ্লেক্সিলোড এর দোকানে ত্রিশ হাজার টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল ২৭ এপ্রিল ২০২৫ রবিবার অন্যান্য দিনের ন্যায় ডাক্তার সারোয়ার হোসেন ও শুকুর আলী রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যান রাতে কোন এক সময় চোররা টিনের ঘরের উপরে চালের টিন কেটে দোকান ঘরে প্রবেশ করে এবং দোকানে থাকা ড্রয়ার ভেঙ্গে সারোয়ার হোসেনের দোকান থেকে নগদ তিন লক্ষ আশি হাজার টাকা ও শুকুর আলীর দোকান থেকে নগদ ৮ হাজার টাকা ও এমবি কার্ড রিচার্জ কার্ড ও ১১ টি মোবাইল সেট নিয়ে চোররা পালিয়ে যায়।
পরদিন সকালে দোকানিরা দোকান খুলে দেখে যে তাদের ঘরের মালামাল ও ক্যাশ বাক্স এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে প্রথমে বণিক সমিতির সভাপতি সম্পাদক কে জানান তারা আসার পর দোকান মালিক তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বণিক সমিতির সভাপতি জানান এর আগেও বাজারে একবার চুরি হয়েছিল আমার ধারণা স্থানীয় চোরের দ্বারা এ চুরি সংঘটিত হতে পারে ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক জানান চোরকে চিহ্নিত করার চেষ্টা ও টাকা উদ্ধারের কার্যক্রম চলছে