জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় তেঁতুলিয়ায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ উপজেলা কমিটির সাথে মতবিনিময় করেছেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক (প্রশাসক) এসএম কামরুল ইসলাম।শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট কমিটির সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি জনগণের কাছে তথ্য অধিকার সম্পর্কে সঠিক ধারণা দিতে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
তিনি বলেন, যে কোনো নাগরিক তথ্য চাইতে পারে। তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিবিধান সম্পর্কে জানা সকল নাগরিকের দায়িত। তথ্য অধিকার আইনের মাধ্যমে যে কোনো নাগরিক সরকারি যে কোনো দপ্তরে তথ্য অধিকার আইনে, তথ্য চাইতে পারে। সেই তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অত্র সরকারি প্রতিষ্ঠান দিতে বাধ্য। তবে যে তথ্যের কারণে রাষ্ট্র বা বিদেশি রাষ্ট্রের ক্ষতি হবে এমন তথ্য ছাড়া, বাকী সব তথ্য সম্পর্কে জানা প্রতিটি নাগরিকের অধিকার। তথ্য অধিকার আইন প্রয়োগ করে যেকোনো নাগরিক তার অধিকার বিষয়ে জানতে পারবে।
প্রতিটি নাগরিকের তথ্য অধিকার বিষয়ে জানা একান্ত প্রয়োজন। কোনো সরকারি কর্মকর্তা যদি তথ্য অধিকার আইনে চাহিত তথ্য দিতে অনিহা প্রকাশ করেন, তা হলে আপনি আপীল করতে পারবেন। এছাড়াও তিনি তথ্য অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়ে তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক মো.সালাউদ্দিন, উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনাকন্ত রায়, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তামান্না ফেরদৌস, প্রেসক্লাবের আহবায়ক জাবেদুর রহমান জাবেদসহ তথ্য কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।