রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ আজ ২২মার্চ মঙ্গলবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং শুক্কুরজান-জিন্নত আলী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ১নংওয়ার্ডের কাউন্সিলর মোঃ রমজান আহমেদ। এর আগে পৌরসভার ১৮ জন কর্মকর্তা ও কর্মচারী ১নং ওয়ার্ডের লোকদের মাঝে করোনা টিকার ১ম ও ২য় ডোজ প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুকুরজান জিন্নত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, শমসের আলী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানি, সমাজ সেবক নজরুল ইসলাম বিল্লাল। এছাড়াও ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তার, উপ-দপ্তর সম্পাদক তওহিদুর রহমান, পৌর ছাত্রলীগ সদস্য রিমেল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।