মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার প্রতিনিধিঃ “এসো মিলি বাঙ্গালীর প্রানের উৎসবে” এই শ্লোগানে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে বাঙালী জাতির ঐতিহ্য বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। তাই প্রতি বছরের ন্যায় এবারেও ১৪ এপ্রিল বাংলা ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা লোক সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করা হয়েছে।

উক্ত আনন্দ শোভাযাত্রা উৎসবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। সোমবার ১৪ই এপ্রিল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ১৪৩২ উৎযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করছে। কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় ডোমার বাজারস্ত শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার চত্ত্বর হইতে বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও সরকারি বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের উপস্থিতি সহ আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য লাঠি খেলা, লোক উৎসব মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা ১ মিনিটে ডোমার নাট্য সমিতি মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় এবং সাড়ে সাতটায় লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডোমার নাট্য সমিতি মঞ্চের আহবায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।

বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার সার্কেল (ডোমার-ডিমলা) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হলো? গাইবান্ধা-২ সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেফতার দাগনভূঞায় বিএনপির দুইপক্ষের বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উত্তর গোপালপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত বগুড়ায় পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত  দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হরিপুরে জমি-জমা বিরোধের জেরে বাড়ি ঘরে আগুন ও সম্পদ লুটপাট পার্বতীপুরে বাংলা নববর্ষ ভিন্ন রঙে উদযাপিত ঠাকুরগাঁও সুপার শপ স্বপ্নকে জরিমানা আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার দিনাজপুর অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক-১ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর মত বিনিময় জামালপুরের মেলান্দহে মেলা শুরুর আগেই প্রকাশ্যে চলছে মাদকসেবন ও বিক্রি তাহিরপুর বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের অবামূল্যায়ন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন আগুনে পুড়ল চারুকলায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ গাজায় বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন সাভারে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুট হওয়া তিন ট্রলার উদ্ধার বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা মোটরবাইক ঘটছে দুর্ঘটনা মোমবাতির আলো জ্বালিয়ে চিলাহাটিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মোমবাতির স্বল্প আলোয় এসএসসি পরীক্ষা শুরু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ যাদুকাটায় শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার খানসামায় নববর্ষ বরণের প্রস্তুতিমূলক সভা
Translate Here »