মোসাদ্দেকুর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ (৫৫) কে বটতলীর মোড় থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার ২৮শে এপ্রিল সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বটতলীর মোড় নামক এলাকা থেকে তোফায়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল আহমেদ উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার মৃত শওকত আলীর পুত্র।
মামলা সুত্রে যানাযায় ২০১৮ইং সালের জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পিতা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী গাড়ি বহরে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকার রবিউল আলম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলা নং-২০(১০)২৪ ইং দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে থানা সুত্র জানায়।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতাররের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বটতলীর মোড় নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারপূর্বক তাকে জেলা বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।