হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, বিকেলে ঠাকুরগাঁও শহরের জেলা স্কুল সংলগ্ন সুপার শপ স্বপ্নতে টক দই কিনতে আসেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ। এসময় তিনি দেখেন আড়ংয়ের উৎপাদিত টক দইয়ের প্ল্যাস্টিক বক্সের গায়ে দেওয়া মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং দইয়ে দুর্গন্ধ ছড়িয়েছে।
এসময় তিনি আমাদের অবগত করলে স্বপ্নতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার অভিযোগ সত্যতা পেয়ে আড়ংয়ের উৎপাদিত মেয়াদোত্তীর্ণ টক দই বিক্রির দায়ে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন আড়ংয়ের মেয়াদোত্তীর্ণ টক দই সংরক্ষণ ও বাজারজাত করণের অভিযোগে সুপার শপ স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন বলে তিনি জানান।