মুক্ত কলম ডেক্স: ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদকর্মী শাহীন ফেরদৌস এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও প্রয়াত সাংবাদিক সদস্যদের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ২০ মার্চ ২৫ খ্রী: প্রেসক্লাব হল রুমে।
শাহীন ফেরদৌস এর স্মরণে জেলার সকল মাধ্যমের সংবাদ কর্মীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এছাড়াও আরও অনেক সহ কর্মীদের হারিয়ে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন।তিনি আমাদের ছেড়ে যাওয়ার সংবাদ কর্মী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সকল বক্তা তার স্মৃতিচারণ করেন। তিনি জেলার সকল শ্রেণির মানুষের প্রিয় মানুষ ছিলেন। তার গুনাবলী বলে শেষ করা যাবে না।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল সংবাদ কর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেন।উক্ত স্মরণ সভার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, আরও উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, সম্রাট,ফজলে ইলাহি বুলবুল, তানভির হাসান তানু, মুক্ত কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার হাসিনুর রাহমান, ফিরোজ আমিন,ভুট্রো নবীন হাসানসহ আরও অনেকে।
শাহীন ফেরদৌস ছাড়াও আর প্রয়াত ৫ জন সংবাদমাধ্যম কর্মী আমরা হারিয়েছি। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।পরিশেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি তার শুভেচ্ছা বক্তব্য অনেক না জানা তর্থ্য জানান। এবং জেলার সকল মাধ্যমে সংবাদ কর্মীদের আন্তরিক হওয়ার কথা বলেন, তিনি তার বক্তব্যে বলেন আমরা সকলে একত্রিত হয়ে চলবো।
তিনি জেলার সকল মাধ্যমে সংবাদ কর্মীদের উদেশ্য করে বলেন আমরা সকলে একত্রিত হয়ে কাজ করতে ও ইসলামের শাসন মেনে চলার অনুরোধ করে শুভেচ্ছা বক্তব্য শেষ করেন। পরিশেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।উক্ত স্মরণ সভার অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরগাঁও প্রেসক্লাব।
উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে খতিব খলিলুর রহমান দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয়।