এস এম বেলাল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক গৃহীত নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন নূরুদ্দীন পাঠাগার মাঠ ঠাকুরগাঁও জেলার শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর শহিদ মোহাম্মদ আলীর সমাধি চত্বর ও নরেশ চৌহানের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০ টায় বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়, যা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে শুরু হয়ে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) গিয়ে শেষ হয়। সুবিশাল বিজয় র্যালিতে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সকাল ১০ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশ, আনসার, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক জাতীয় পতাকাকে সালাম প্রদান করা হয়। পরবর্তীতে ১০ টা ৪৫ মিনিটে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বড় মাঠে চা্রু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের এই বিজয় মেলা ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে মোট তিনদিন চলবে। সকাল ১১ টায় শহিদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং একই সময়ে বড় মাঠে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বেলা ১২ টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনার সভার আয়োজন করা হয় ৷
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিকাল ৩ টা ৩০ মিনিটে জেলা প্রশাসন বনাম পৌরসভার প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। ঠাকুরগাঁওয়ের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ এর সকল আয়োজন সম্পন্ন করা হয়। তবে লক্ষ করা যায় প্রতিবারের ন্যায় ব্যতিক্রমী আয়োজন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।