হানিফুর আলি, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের নেতা পবারুল মাস্টারকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) ভোররাতে শহরের হ্যাডস্-এর মোড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পবারুল মাস্টার ওই এলাকায় অবস্থান করছেন। এরপর ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।