রুবেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের পাঁচ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও জেলার প্রাথমিক কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হয়েছেন এমদাদুল হক শাহী। আর সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি শরিফুল ইসলাম। এমদাদুল হক শাহী গোয়ালপাড়া কাওমি মাদরাসার সিনিয়র শিক্ষক ও শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদরাসার পরিচালক।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মুকিদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক হয়েছেন ঈসমাইল বিন হায়দার। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উপস্থিত সদস্যদের ভোটে নতুন কমিটির নেতা নির্বাচন করা হয়।
নির্বাচিত সভাপতি এমদাদুল হক শাহী বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ইসলামি সংগঠন। আমরা প্রতিটি রাজনৈতিক ইসলামি দলের সদস্য ও অরাজনৈতিক ইসলামি ব্যক্তিত্ব এক সঙ্গে হয়ে ইসলামের জন্য কাজ করার উদ্দেশ্যে এই কমিটি করেছি।