স্টাফ রিপোর্টঃ ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা। ভিটামিন ‘এ’ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভাল। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। ভিটামিন ‘এ’ খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুকি নেই। স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোেগ করবেন।

• আপনি যেখানেই থাকুন না কেন দেশের যে কোন ক্যাম্পেইন কেন্দ্র থেকে আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপ্সুল খাওয়াবেন।

• ভ্রমনে থাকাকালীন সময়েও আপনি রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট, অস্থায়ী ক্যাম্পেইন কেন্দ্র থেকে আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবেন।

• মারাত্মক অসুস্থ শিশুকে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপসুল খাওয়াতে হবে।*আপডেট সংবাদ পেতে মুক্ত কলম এর সাথে থাকুন*

পুষ্টি বার্তা সমূহঃ

• জন্মের পর পরই নবজাতককে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানো শুরু করুন

• জন্মের পর প্রথম ৬ মাস (১৮০ দিন) শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান। পানি, মধু, চিনি বা মিসরির পানি ইত্যাদি খাওয়ানো যাবে না।

• শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান।

• মা এবং শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ খাবার (মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা ইত্যাদি) ও উদ্ভিজ্জ খাবার (হলুদ ফলমূল ও রঙি শাক সবজি) খেতে দিন।

• পরিবারের রান্নায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার করুন। (ক্যাম্পেইন দিবসেও অভিভাবকগণকে উপরোল্লিখিত পুষ্টি বার্তাসমূহ প্রচার করতে হবে।*আপডেট সংবাদ পেতে মুক্ত কলম এর সাথে থাকুন*

মাইকিংঃ

• ক্যাম্পেইনের পূর্বের দিনে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন সমূহের ওয়ার্ডে মাইকিং করতে হবে।

• ক্যাম্পেইন পূর্ববর্তী শুক্রবারে জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম/খতিব এর মাধ্যমে ভিটামিন ‘এ’ এব প্রয়োজনীয়তা মুসল্লিগনকে অবহিত করতে হবে এবং ক্যাম্পেইন দিবসে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

• অন্যান্য উপাসনালয়ের মাধ্যমেও একই বার্তা প্রেরণ করতে হবে। ক্যাম্পেইনের জন্য কেন্দ্র স্থাপন এবং পরিচালনা করতে হবে।

• কেন্দ্রটি সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবশ্যই খোলা রাখতে হবে।

অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্রঃ

• গ্রাম এলাকায় প্রতি ওয়ার্ডের ৮টি অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্রকে ভিটামিন ‘এ’ বিতরনের জন্য ক্যাম্পেইন কেন্দ্র হিসাবে ব্যবহার হবে এবং নির্ধারিত দিনে এই কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে।

• সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় প্রয়োজন অনুযায়ী কেন্দ্র স্থাপন করে এই ক্যাম্পেইন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অতিরিক্ত কেন্দ্রঃ-

ভ্রমণে থাকা শিশুরা যেন বাদ না পড়ে সেজন্য (প্রতি উপজেলায় ১টি করে এবং সিটি কর্পোরেশন/পৌর এলাকায় প্রয়োজন অনুযায়ী) অতিরিক্ত কেন্দ্রের (রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট, লঞ্চঘাট ইত্যাদি) ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোেগ করবেন।*আপডেট সংবাদ পেতে মুক্ত কলম এর সাথে থাকুন*

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের দিন কেন্দ্রে মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীদের দায়িত্বঃ-

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফলতার জন্য একটি সুসংগঠিত কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। সকাল ৮টার পূর্বেই বিতরণ কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল, কাঁচি ও টালি ফর্ম সংগ্রহ করতে হবে। ক্যাম্পেইনের দিন কেন্দ্রটি সহজে চেনার জন্য কেন্দ্রটিকে অবশ্যই মনিফ্ল্যাগ / পুষ্টি ফ্ল্যাগ দিয়ে সাজাতে হবে। প্রতিটি কেন্দ্রে মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে কমপক্ষে ২ (দুই) সদস্য বিশিষ্ট দল নিম্নলিখিত কাজ করবেন-

ভিড় নিয়ন্ত্রণকারী ও উদ্বুদ্ধকারী: অভিভাবকদের স্বাগত জানাবেন এবং একমুখী যাতায়াতের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ করবেন। অতঃপর বয়স অনুযায়ী (৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের) দুইটি লাইনে সারিবদ্ধ ভাবে দাঁড় করাবেন। তিনি ক্যাম্পেইনের দিন পুষ্টিবার্তাও প্রচার করবেন।

ক্যাপসুল বিতরণকারী ও টালিদানকারীঃ

৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন।

১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন।

প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর টালি ফর্মের নির্দিষ্ট ঘরে টালি দিবেন।

ক্যাম্পেইনের দিনে যাদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে নাঃ

৬ মাসের কম বয়সী শিশু

○ ৫ বছরের বেশি বয়সী শিশু

○ ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু

○ অসুস্থ শিশু

কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ঘাটতি পূরণঃ

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ঘাটতি পূরণ করার জন্য অতিরিক্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বা সাব-সেন্টারে পাঠাবেন যা সাব-স্টোর হিসেবে ব্যবহৃত হবে। মাঠকর্মী/স্বেচ্ছাসেবীগণ আগে থেকেই জেনে রাখবেন যে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল স্বল্পতা দেখা দিলে তা কোন সাব-স্টোর থেকে সংগ্রহ করা যাবে।*আপডেট সংবাদ পেতে মুক্ত কলম এর সাথে থাকুন*

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল বাসার সায়েদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, মনসুর আলী, জসিম উদ্দীন, এম এ সামাদ, রিপন, তানভীর হাসান তানু, ফাযলে ইলাহী বুলবুল, নবীন হাসান, জাকির মোস্তাফিজ মেলু, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক লিটু, শামীম, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাপ্তাহিক ফলোআপ এর নির্বাহী সম্পাদক ইঞ্জি. হাসিনুর রাহমান প্রমুখ।

কর্মশালায় জানানো হয় আগামী ১৫ মার্চ জেলায় মোট ২ লাখ ৩৬ হাজার ১শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬ শ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৯ হাজার ৫শ জন। সিভিল সার্জনের পক্ষ থেকে সকল সংবাদকর্মীদের অনুরোধ জানান ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রচার প্রচারণা চালানোর জন্য। অনুষ্ঠানের শেষ পর্বে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

কবিতাঃ শূন্যে লেখা প্রেমের শপথ ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ডোমারে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত এবারের রমজান ২৯ নাকি ৩০ দিনের, জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ মানুষের আত্মহত্যা প্রবণতা বাড়ছে, প্রতিরোধে করণীয় কী? আদমদীঘিতে ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা দাবী, ওসির অপসারণ চেয়ে অভিযোগ ঠাকুরগাঁও হরিপুরে আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা শুল্ক ইস্যুতে দফায় দফায় ভারতের কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ফলন ভালো হওয়ায় আমাদের খুশি হওয়ার কথা ছিল,অথচ এখন আহাজারি করতে হচ্ছে নওগাঁর সাপাহারে ধর্ষণ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন ডোমারে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফিতরা কী? ইসলাম ধর্মে এর হিসাব কীভাবে করা হয়? চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওরে বিষ প্রয়োগে গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ১১জনের বিরুদ্ধে মামলা সারাদেশে ধর্ষন, নিপীড়নের বিচারের দাবীতে চিলাহাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত সাভারে নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তাহিরপুরে ২৮৪টি ভারতীয় মদের বোতল জব্দ ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত তাহিরপুরে লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক বগুড়ায় প্রায় আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার তাহিরপুরে বিএনপির বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত ধামরাইয়ের সাবেক এমপি মালিক সহ তিনজন গ্রেপ্তার আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে পাঁচ জনের জেল-জরিমানা তাহিরপুর সীমান্তে দুই কোটি টাকা ভারতীয় কাপড় ও কসমেটিক্স আটক সিসা কারখানায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সরঞ্জাম জব্দ সাভারে ডাকাত ও ছিনতাইকারী দুই নারীসহ সাতজন আটক মজুতদারি, মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে ঈদগাঁওতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড বগুড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Translate Here »