এস এম বেলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় প্রথমবারের মতো একটি আধুনিক গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে, যা দেশীয় উৎপাদনের সঙ্গে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এনে দিয়েছে। বিজ্ঞানসম্মত উপায়ে গরু জবাই ও গোস্ত প্রক্রিয়াজাত করণের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে নিরাপদ গরুর গোস্ত।এই উদ্যোগ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

সদর উপজেলার জগন্নাথপুরে স্থাপিত এই প্লান্টে স্থানীয় প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করা হয়, যা স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় এই প্লান্টটি স্থাপিত হয়েছে।

উদ্যোক্তা মাসুম বিল্লাহর নেতৃত্বে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। গোস্ত প্রক্রিয়াজাতকরণের পর এটি প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। উদ্যোক্তা মাসুম বিল্লাহ বলেন, আমাদের ভিলেজ মিট এর লক্ষ্য হলো গ্রাহকদের কাছে নিরাপদ গোস্ত পৌঁছে দেওয়া। আমরা শতভাগ স্বাস্থ্যসম্মত পরিবেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোস্ত প্রক্রিয়াজাত করছি এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই বিক্রি করছি। এই উদ্যোগে ইএসডিও ও পিকেএসএফ-এর সহযোগিতা অত্যন্ত
প্রশংসনীয়।

আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বলেন, এখানে কনট্রাক্ট খামারিদের মাধ্যমে স্বাস্থ্যকর উপায়ে গরু মোটাতাজাকরণ করা হয়। গরুগুলো পর্যবেক্ষণের পর শতভাগ স্বাস্থ্যসম্মত পরিবেশে হালাল উপায়ে জবাই করা হয় এবং প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হয়। এই গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ঠাকুরগাঁও জেলায় খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি স্বাস্থ্যসচেতন ভোক্তাদের জন্য নিরাপদ ও পুষ্টিকর গোস্ত সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গ্রাহকের সন্তুষ্টি গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট থেকে গোস্ত কিনে সন্তুষ্ট গ্রাহকরা। ঠাকুরগাঁওয়ের এক বাসিন্দা, রেজাউল করিম বলেন, আমরা আগে বাজারের গোস্ত নিয়ে সবসময় শঙ্কিত থাকতাম। কিন্তু এখানে থেকে গোস্ত কিনে আমরা নিশ্চিত হতে পারি যে এটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। আরেক গ্রাহক, গৃহিণী নাহিদা সুলতানা জানান,  এই প্লান্ট থেকে গোস্ত
কেনার পর রান্না করতে সুবিধা হয়। কারণ এটি পরিষ্কার এবং তাজা।

অনলাইনে অর্ডার দেওয়ার পর সময় মতো বাসায় ডেলিভারিও পেয়ে যাচ্ছি। স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন,  আমাদের রেস্তোরাঁর জন্য আমরা এখান থেকে নিয়মিত গোস্ত কিনি। এর মান খুব ভালো এবং আমাদের গ্রাহকরাও সন্তুষ্ট। এই প্লান্ট আমাদের ব্যবসার জন্য বড় সুবিধা দিয়েছে। গ্রাহকদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া এই উদ্যোগকে আরও সফল করতে অনুপ্রেরণা দিচ্ছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোস্ত সরবরাহ নিশ্চিত করতে এই প্লান্টের অবদান প্রশংসনীয়।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতকে দেশপ্রেমিক বলেছিল: দুদু ঝিনাইদহে অন্যের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ শিক্ষক নজরুলের বিরুদ্ধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে কী কথা বলেছে নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার ঠাকুরগাঁওয়ে হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন ডোমারের ছেলের কোঁদালের কোপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিতা অনিল শিবগঞ্জে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে এবার স্কুলের ইট চুরি করলেন সেই আ.লীগ নেতা ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের লক্ষ্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিয়ে ডোমারে কর্মশালা হরিপুরে গণপিটুনিতে মোটর সাইকেল চোর নিহত রাজশাহীর দুর্গাপুর দিনমজুরের মেয়ের মেডিকেল জয়, আনন্দে এলাকাবাসী বাংলাদেশ ভারতের ওপর কতটা নির্ভরশীল? আলু, পেঁয়াজ, চালে জন্য ট্রাম্প চীনের উপর ১০ শতাংশ শুল্ক, ৫শ বিলিয়ন ডলারের এআই কোম্পানির ঘোষণা সান্তাহারে সেচের পানির দাম বেশি চাওয়ায় বিপাকে কৃষকরা বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার-২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি,নারীসহ আহত ৭ বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের বগুড়া শাখার কমিটি গঠন বগুড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয়জনের দন্ড ছাতক থানার অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার পার্বতীপুরে চুরির ঘটনায় আগুন,অজ্ঞান-১১ বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা ঘটছে দুর্ঘটনা ঠাকুরগাঁওয়ে প্রথমবার নিরাপদ গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট রাজারহাটে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের আহবায়ক গ্রেফতার বিশ্বম্ভরপুর সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ নওগাঁর সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সান্তাহারে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁও রাণীশংকৈল যুব ঐক্যের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
Translate Here »