এস এম বেলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে মিজ মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন (আবেদন নম্বর: ৪২৩৬-০০০০৬৫৫৪৭)। নির্ধারিত তারিখে ২৯ নভেম্বর ২০২৪ তারিখে পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফি অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন।
এই বিষয়টি নিয়ে জনাব মিরানা মাহজাবিন সরকার অফিসের সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করেন। তিনি তাকে ফারুক আহমেদের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করার পরামর্শ দেন। পরবর্তীতে, জনাব মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুস চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
এ পরিপ্রেক্ষিতে, দুদক বিধিমালা, ২০০৭ -এর বিধি ১৬ অনুযায়ী একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন প্রদান করেন। তৎপ্রেক্ষিতে, আজ ১৪ জানুয়ারি ২৫ খ্রিঃ দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ২০ হাজার টাকা ঘুসসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযান পরিচালনা করেন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও -এর একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক জনাব মো: আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।