এস এম বেলাল, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অত্র জেলায় ১২৮ টি ইট ভাটা আছে যার বেশিরভাগ পরিবেশের ছাড় পত্র নেই, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৫ টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ফুটানি ইটভাটা নামক একটি ভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।
অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পাড়ায় ও ভাটায় কাঠ পুড়ার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫ ধারায় ২লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাটি ভেঙ্গে দেয়া হয়। ঠাকুরগাঁয়ে এমন অনেক ইট ভাটা আছে যেগুলোতে পরিবেশ বান্ধব গাছ পোড়ানোর বিধি নিষেধ থাকা সত্তেও আইনকে বৃদ্ধাআঙ্গুলি দেখি দিব্বি গাছ পোড়াচ্ছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আজ আমরা ফুটানি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এসময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি।
সেই সাথে তার ভাটায় বিপুল পরিমান গাছের মুড়া পাওয়া যায়। তাই আইনের ধারায় ভাটার কতৃপক্ষকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।