স্টাফ রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের সাবেক অবৈধ এমপি রমেশ সেনের কথিত প্রেমিকা মক্ষীরানি মানসি বসাককে আটক করেছে ঠাকুরগাঁও পুলিশ। ঠাকুরগাঁও শহরের তাঁর ফ্ল্যাটে সুন্দরী নারীদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে এই মানসির বিরুদ্ধে। নিজেকে নারী উদ্যোক্তা পরিচয় দিলেও সে ছিল একজন পেশাদার ব্লাকমেলার।
বহু মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন এই মক্ষীরানি। খোঁজ নিয়ে জানা গেছে আটক মানসী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের প্রভাবশালী ঔষধ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সাধন বসাকের স্ত্রী। তবে দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁর সাথে স্বামীর কোন সম্পর্ক ছিল না।
রমেশ সেনের পিএ ন্যাংড়া স্বপনের মাধ্যমে মানসি রমেশের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার পর স্বামী সাধন বসাকের সাথে তাঁর সম্পর্কের অবনতি ঘটে।মানসি মাঝে মাঝে তাঁর স্বামী সাধনকে নেংড়া স্বপনকে দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বেপরোয়া জীবন যাপন করতো।