ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। দুই যুবক হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে আব্দুল হামিদ (৩২) ও তসলিম উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪৫)।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ওই উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা মেইন সীমান্ত পিলারের আশপাশ থেকে বাংলাদেশি দুই যুবক আব্দুল হামিদ ও ইব্রাহিমকে আটক করে নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর তিনগাঁও ক্যাম্প বিএসএফ।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বলেন, সকালে জানতে পারি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দুই যুবককে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে আমাদের এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। এদিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। মুঠোফোনে বার্তা পাঠালেও কোন জবাব পাওয়া যায়নি।