মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ৯ই ডিসেমম্বর বিকালে পৌর শহরের পোষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাড়ি থেকে সেলিম আহমেদ মোটরসাইকেল চালিয়ে ডোমার বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক দিয়ে আসা মালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় সেলিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
এরপর ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম দূর্ঘটনায় সেলিমের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।