এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কৃতি সন্তান আমেরিকান প্রবাসি জান্নাতুল ফেরদৌস হাসনাত মাহমুদ মানুষের কল্যানে নিয়োজিত রয়েছেন। ঝিনাইদহের অসহায় মানুষের পাশে দাঁড়াতে গড়ে তুলেছেন ‘সেবার দরজায় হাসনাত ফাউন্ডেশন ‘ নামের একটি প্রতিষ্ঠান। যে ফাউন্ডেশন ঝিনাইদহের অসংখ্য মানুষের কল্যানে নিয়জিত রয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করেন। সেসময়, হাসনাত মাহমুদ এর পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শমসের আলী সংবাদ মাধ্যমকে জানান,আমার ছেলে ছোট থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ায়, করোনার সময়ে আমার কাছ থেকে ও তার মায়ের কাছ থেকো টাকা নিয়ে শতো শতো মানুষকে সহায়তা করেছে।
এখন আমার ছেলে আমেরিকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করে নিজের খরজ রেখে বাকি সব টাকায় অসহায় মানুষের চিকিৎসা ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যায় করে। ঝিনাইদহের মানুষের কল্যানে এভাবেই কাজ করে যাবে হাসনাত ফাউন্ডেশন সেই আশা ব্যক্ত করেছেন স্থানীয় সুশীল সমাজ।