মাসুম আজিজ, ঝিনাইদহ প্রতিনিধি: পতিত স্বৈরাচার সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখল করে আলিশান ভবন নির্মাণের অভিযোগ উঠেছে,স্থানীয় এক শিক্ষকের বিরুদ্ধে ।
ঝিনাইদহের আরাপপুর,মাষ্টারপাড়ায় শ্যামল রায়ের বসত ভিটার প্রায় ১ শতক জমি দখলে নিয়ে ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেছেন প্রতিবেশি শিক্ষক মো: নজরুল ইসলাম, এমনটাই অভিযোগ করলেন আরাপপুর মাষ্টারপাড়ার শ্যামল রায় ও সুদেবী রায়। জানা, জমির মৌজা নং -১২৩, দাগ নং -৪৫৭ এবং উক্ত জমির বর্তমান মালিক শ্যামল রায় তার মায়ের মৃত্যুর পর মাতৃসূত্রে এই জমির মালিক হন।
জামির মালিক শ্যামল রায় ও তার বোন সুদেবী রায় অভিযোগ করে বলেন পতিত স্বৈরশাসক সরকারের আমলে আমাদের ভয় ভিতি দেখিয়ে জমির প্রায় এক শতক জমি দখল করে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করেছেন শিক্ষক নজরুল ইসলাম (যার আনুমানিক বর্তমান মূল্য প্রায় ২০ লক্ষ টাকা) আমরা কোথাও কোনো বিচার পাইনি।
একাধিকবার পৌরসভায় অভিযোগ দিলেও তিনারা কোনো সমাধান করেন নাই। স্থানীয় রাজনৈতিক নেতা ও সামাজিক ভাবেও অনেক চেষ্টা করেও আমরা কোনো সমাধান পায়নি। আমারা আমাদের জমির সঠিক সীমানা ও পরিমাণ বুঝে নিতে চাই।
মাতৃসুত্রে জমির প্রকৃত মালিক হওয়া সত্বেও আমাদের জমি বুঝে পাচ্ছি না,আমরা কার কাছে যাবো, কে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ সুবিচার করে দিবেন ? এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেন নাই