স্টাফ রিপোর্টার,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়ায় পানিতে ডুবে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়,২৪ মার্চ (সোমবার) সন্ধ্যার বাহারছড়া এলাকার বিলের মাঝে পুকুরে পড়ে যায় তিন শিশু- মরিয়ম, রিয়া মনি ও তসলিমা। তাদের বয়স ৮ /১০ বছরের মধ্যে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
শিশুদের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। শোকাহত পরিবারে পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেন।
অন্যদিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান – জালালাবাদে একই পরিবারের তিন শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ এই পরিবারকে শোক সহ্য করার তৌফিক দান করুক।স্থানীয়রা এমন দুঃখজনক ঘটনা রোধে আরো সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।