পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত রবিবার (২মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়। দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাসুদার রহমান, উপজেলা জনস্বাস্থা প্রকৌশলী কর্মকর্তা হোসনে আরাভ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী।
সভায় বক্তারা বলেন, “ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে”।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, “বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে।
তাই সকল যোগ্য নাগরিকেরই উচিত তাদের বয়স আঠারো বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া”।এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সুধীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।