পি, কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় “দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মহড়া ও আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবীদ মোছাঃ জোহারা সুলতানা সারমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলে এলাহি, একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা হোসনে আরা, ফাঁয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: আতাউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত দুর্যোগ মোকাবেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে ও মহড়ার মাধ্যমে বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বাসাবাড়ীতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সে বিষয়ে প্রাথমিক ধারণা দেন চিরিরবন্দর ফাঁয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: আতাউর রহমান। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।