মোতালেব বাবু, স্টাফ রিপোর্টার ঢাকাঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় শুরু হলো শিববাড়ি-ঢাকা-গাজীপুর বিআরটি লেনে বিআরটিসির এসি বাস চলাচল। রোববার (১৫ ডিসেম্বর) সকালে শিববাড়ি মোড়ে বিআরটি স্টেশনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। স্থানীয় যাত্রীরা বলছেন, এসব সার্ভিস চালুর মাধ্যমে অফিসগামী মানুষসহ গাজীপুরবাসি উপকৃত হবে। বিআরটি সূত্রে জানা গেছে, বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০.৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বাস এই রুটে চলাচল করবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহ করা হচ্ছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করে তিনি বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
যাত্রী ও স্থানীয়রা বলছেন, সড়ক ও রেলপথে এই দুটি সেবা কার্যক্রম শুরু হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করতে পারবেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এসব প্রকল্প। এ জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে চৌরাস্তা পর্যন্ত বিদ্যমান সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে। করিডোর সংলগ্ন উভয়পাশে ৩৪ কি.মি. ফিডার রোড উন্নয়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় পুরো করিডোরে রাস্তার দুই পাশ মিলে ৫৫ কি.মি. ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়া রাস্তার দুই পাশ ৪১ কি. মি. ফুটপাথের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০ লেন বিশিষ্ট টঙ্গী ব্রীজ সহ মোট ৯টি ফ্লাইওভার রয়েছে। যার মধ্যে গত ২৪ মার্চ হতে ৮টি ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিআরটি ব্যবস্থা চালু হলে গাজীপুর-এয়ারপোর্ট করিডোর যানজট মুক্ত এবং নিরাপদ হবে।

ফলে সমগ্র উত্তরবঙ্গসহ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের জেলাসমূহের যাত্রী সাধারণ ঈদসহ অন্যান্য সময়ে, নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারবে।পূর্ণাঙ্গ বিআরটি চালু হলে যাত্রীসাধারণ বিশ্বমানের সেবা উপভোগ করবে এবং জনগণের জন্য কাঙ্ক্ষিত সুবিধা জয়ে আনবে। এর আগে পূর্ণরূপে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য সে শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটিসি এসি সার্ভিস চালু করা হয়েছে। এরই মধ্যে প্রকল্পের সওজ অংশে ৯৭.৬৯ ভাগ, বিবিএ অংশে ৯৬.৫৭ ভাগ এবং এলজিইডি অংশে ১০০ ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় ৯৭.৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

নাট্য সমিতির সপ্তাহব্যাপী আয়োজনের ৫র্ম দিনে মঞ্চায়িত হলো সংগীতানুষ্ঠান ফরিদপুরে চোরাই গরুসহ দুই চোর আটক সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ  পঞ্চগড় দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহের কবলে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশনারে সাথে মতবিনিময় সভা নবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডোমারে ইপিল গাছ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে পঞ্চগড়ে আদালতে জনবল তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত নদীতে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার শেরপুরে  বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%,কমেছে ভারত থেকে আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, প্রশাসন নীরব তেঁতুলিয়ায় শীতবস্ত্র উপহার দিলেন আল খায়ের ফাউন্ডেশনের মালয়েশিয়ায় বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা মহানগর পুলিশের ডিবির জ্যাকেট-আইডি কার্ড না দেখিয়ে আসামি ধরছে না বাংলাদেশে ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? পঞ্চগড় তেঁতুলিয়ায় ৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দেওয়া হবে-হামিদুর রহমান আযাদ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২ ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক কবিতঃ চির স্বরণীয় কবি নজরুল-লেখক সৈয়দ হারুনুর রশীদ ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে দুলাভাই খুন। পাকিস্তান থেকে আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে বিএনপি একা বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে ছাড়া পেলেন বাংলাদেশি কিশোর
Translate Here »