তফিজ উদ্দিন আহমেদ,খানসামা প্রতিনিধিঃ খানসামা উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ৬ এপ্রিল সকাল ১১ টার সময় উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভা পক্ষে অনুষ্ঠিত হয়।
“তারুণ্যর অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ এর সভাপতিত্বে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিয়া দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রতন কুমার ঘোষ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক রকি প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিকেল ৪ টার সময় খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের লাল ও সবুজ দুই দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়।