তফিজ উদ্দিন,খানসামা প্রতিনিধিঃ খানসামায় আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমোক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে ১০ এপ্রিল সকাল ১১ টার সময় খানসামা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে নাগরিক প্লাটফ্রম ও অন্যান্য স্টোপ হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তি করন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুব ফোরাম বা ইয়ুথ গ্রুপ নাগরিক প্ল্যাটফর্মে সমাজ ব্যবস্থা, শান্তি, সম্প্রীতি,সচেতনতা,প্রকল্পের কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও সক্রিয় হুইসেল ব্লোয়ারদের পটভূমি উদ্দেশ্যের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার আস্থা প্রকল্প, ডেমোক্রেসি ওয়াজ এর ক্লাষ্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা, খানসামা উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী,গ্রাম বিকাশ এনজিওর নির্বাহী পরিচালক নুরুল হক, আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার নাফিসা সাদাফ ও সাংবাদিক তফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় অনেক যুব ও যুব মহিলাগণ উপস্থিত ছিলেন।