তফিজ উদ্দিন আহমেদ,খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ বাড়ির উঠানে আদা চাষ করে সফলতা অর্জন করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাশিমপুর শাহাপাড়া গ্রামের আদা চাষী কামরুজ্জামান লিটন। এলাকার মানুষের আদা চাষ দেখে আদা চাষীর পরামর্শে তিনি বাড়ির উঠানের থাকা পতিত জমিতে বস্তায় (ব্যাগিং পদ্ধতিতে) ১৫শ বস্তা আদা চাষ করে নিজ এলাকায় সারা ফেলেছেন।
তার দেখাদেখি আগামীতে হাশিমপুর গ্রামের অনেকেই বস্তায় আদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। উপজেলা কৃষি অফিসারের পরামর্শ ও সহায়তা পেলে আরোও ভালো ভাবে ভাবে বড় পরিসরে আদা চাষ করা সম্ভব এবং এলাকায় আদা চাষে নতুন কৃষক আরো বেশি আগ্রহী হয়ে ওঠবেন। গবর, ছাই, জৈব সার বালু মিশ্রিত মাটি ১৫শ বস্তার মধ্যে ভরাট করে দশ কাঠা জমিতে টবের মতো করেন। প্রতিটি বস্তায় তিন থেকে চারটি করে আদা চারা রোপন করেন। কামরুজ্জামান জানান, এভাবে আদা চাষের সবচেয়ে বড় সুবিধা হল প্রতিত জমিতে খুবই সীমিত খরচ আর অল্প শ্রমে চাষ করা সম্ভব।
একেকটি বস্তায় প্রায় আড়াই থেকে তিন কেজি পর্যন্ত আদা পাওয়া যাবে উল্লেখ করে তিনি আরোও জানান আদা গাছে পানির চাহিদা অনেক কম আবার সার বা কীটনাশক ব্যবহার করতে হয় খুবই কম। মাঝেমধ্যে পাতা মরা রোগ প্রতিরোধে কিছু ওষুধ স্প্রে করতে হয়। এভাবে নিজ উদ্যোগে আদা চাষ করে সহজেই সাফল্য অর্জন সহ লাভবান হওয়া যায়।