তফিজ উদ্দিন আহমেদ,খানসামা প্রতিনিধিঃ খানসামায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল বিকেল সাড়ে তিনটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে নববর্ষের প্রস্তুতি মূলক আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক,উপজেলা সমাজ সেবা অফিসার তমিজুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনজুরুল ইসলাম,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাখাওয়াতুল ইসলাম,সাংবাদিক তফিজ উদ্দিন আহমেদ, তৌফিক সারোয়ার,নূরনবী ইসলাম,রকি প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ছাত্র প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেণ। সভায় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।