তফিজ উদ্দিন,খানসামা দিনাজপুর প্রতিনিধি: মাদক ও মোবাইল জুয়া থেকে শিক্ষার্থী ও যুবসমাজকে রক্ষা এবং খেলার মাঠ প্রাণবন্ত করে তুলতে দিনাজপুরের খানসামা উপজেলার ০৬ টি ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী খেলার মাঠে গিয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক কামরুজ্জামান সরকার। তাঁর এই উদ্যোগে খুশি অভিভাবক, খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন। এদিন উপজেলার নিউ পাকেরহাট স্কুল মাঠ, খানসামা ডিগ্রি কলেজ মাঠ, টিএন্ডটি মাঠ, হ্যালিপ্যাড মাঠ ও হাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ও ফুটবল খেলার সামগ্রী বিতরণ করেছেন।
নিউ পাকেরহাট স্কুল মাঠের খেলোয়াড় সবুর ইসলাম বলেন, গ্রামাঞ্চলে মাঠ ও খেলোয়াড় থাকলেও ক্রীড়া সামগ্রীর অভাবে খেলা বন্ধ হয়ে থাকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইউএনও মহোদয়ের এই উদ্যোগ প্রশংসনীয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজিদ ইসলাম বলেন, বর্তমান যুবসমাজকে মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই খেলাধুলার প্রতি উপজেলা প্রশাসনের এমন পৃষ্ঠাপোষকতা ইতিবাচক দিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার বলেন,
খেলাধুলা তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখে। সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রতিরোধে ছাত্র ও যুবসমাজকে মুক্ত করতে তাঁদের মাঠে ফেরানোই মূল চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই উপজেলার সকল মাঠে ধারাবাহিক ভাবে ক্রীড়া সামগ্রী পৌঁছে দিয়ে খেলায় আগ্রহী করতে আমাদের এমন চেষ্টা অব্যাহত থাকবে।