আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাহিরপুর বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।
শুক্রবার (৯আগস্ট) তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে ভাটি তাহিরপুর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুল হক,বলেন,দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন,আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী,সুনামগঞ্জ জেলা বিএনপি সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম,তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান আতিক,তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান,যুবদল নেতা আল আমিন,উপজেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক তামিম হাসান লিংকন প্রমুখ।