ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ইসকন নিষিদ্ধের দাবি ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭নভেম্বর বিকেলে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান আয়োজিত একটি বিক্ষোভ মিছিল রাজারহাট উপজেলার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক মোড়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশে ইসকন নিষিদ্ধ ও ইস্কন সমর্থকরা চট্টগ্রাম আদালতে হামলা চালিয়ে ভাংচুর ও রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুলি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার শান্তিনগর জামে মসজিদের খতিব পীরজাদা আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী,জাতীয় নাগরিক কমিটির সভাপতি মনিবুল হক বসুনিয়া, রাজারহাট বাজার জামে মসজিদের খতিব হাফেজ রাশেদুল ইসলাম,ব্যাপারীপাড়া মসজিদের খতিব আব্দুলা আল মামুন,খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুস ছালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।