হঠাৎ তোমাকে দেখে থমকে দাঁড়ালাম
আরো কিছু সময় পলকহীন চোখে দেখলাম
তুমি দেখলে আড়চোখে মুহূর্তে লুকিয়ে গেলাম
বরুণা তুমি কি আগের সেই বরুণা
তোমার দেয়া শত কোটি বেদনা
হৃদয়ে তোলপাড় জমিয়ে রাখা বোবাকান্না
তুমি দেখছো আড়চোখে দেখছো কি সেই বাঞ্জনা
বরুণা তুমি কি আগের সেই বরুণা
রংধনু রাঙ্গা ওই সোনালী আকাশ
বেলি আর বকুলের সুরভী ভরা বাতাস
তবু কেন বিষাদ আমায় ঘীরে ফেলে যন্ত্রনায়
বরুণা তুমি কি আগের সেই বরুণা।